Posts

Showing posts from February, 2013

নোকিয়ার ফোনে চার্জ থাকবে এক মাস

Image
মোবাইল ফোনে চার্জ দেয়া নিয়ে যারা সব সময় ভোগান্তিতে থাকেন, তাদের জন্যে বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানি নোকিয়া নিয়ে আসছে তেলেসমাতি সমাধান। ‘নোকিয়া ১০৫’ মডেলের নতুন এই ফোনে একবার চার্জ দিলে পুরো একমাস আর চার্জ নিয়ে ভাবতে হবে না। খবর: ডেইলি মেইল। এফএম রেডিও ও টর্চ লাইট সুবিধা সম্পন্ন ফোনটির দাম পড়বে এক হাজার টাকার মতো। এটিই হবে নোকিয়ার ইতিহাসে সবচাইতে কম দামী ফোন। যেসব এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে, সেসব ক্ষেত্রে মডেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি। এ বছরের শেষ নাগাদ এ মডেলটির বাজারজাত হবে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ। যদি কারো কোন প্রব্লেম হয়, তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারেনঃ +8801738151538 Skype ID: rimultd   Skype তে আমাকে Add করুন। আমি আপনাকে অবশ্যই আয় করার জন্য ব্যাবস্থা করে দিব ইনশাআল্লাহ।

বিদেশে যাবার পূর্বে আপনার ভিসা যাচাই করে নিন ।

Image
আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে ভিসা যাচাইয়ের ব্যাপারে সামান্য কিছু তথ্য জানাবো। উদাহরণস্বরুপ, যারা সাউদী-আরব(Saudi Arabia) যেতে চান তারা সাউদী-আরবে যেতে কত টাকা লাগবে এবং বাংলাদেশ সরকারের নির্ধারিত টাকার পরিমান কত ইত্যাদি এই সাইট থেকে আপনারা জানতে পারবেন। এটি বাংলাদেশি সরকারি ওয়েব সাইট । এই সাইট থেকে কখন কোন দেশে ভিসা ছারে এবং সরকারি লাইছেন্স ধারি এজেন্সী কারা কারা আপনারা এখান তার লিস্ট পাবেন। আপনার জন্য সবচাইতে ভালো হবে সউদী-আরবে থাকে এমন কেউ আপনার জন্য ভিসা পাঠায় ।  ভিসা হাতে পাবার পর আপনার জানা জরুরি- যে ভিসা টা  এসেছে সেটা আপনার নামে এসেছে কিনা । ভিসা আপনার নামে এসেছে কিনা, কোন কোম্পানি ভিসা ইস্যু করেছে, মাসিক বেতন কত, ভিসার মেয়াদ কতদিনের, নবায়ন করা জাবে কিনা ইত্যাদি বিষয় জানার জন্য আপনি সাউদী-আরবের(Saudi Arobia)এই সাইট টি তে ভিজিট  করতে পারেন । সাইট টিতে ঢুকলে প্রথমেই সাইট টির হোম পেজ দেখতে পাবেন। এবং তা নিচের চিত্রের মত দেখাবে । আপনি উক্ত সাইট টি তে (Ministry of Interior Kingdom of Saudi Arabia) নিচের ছবির উপর ক্লিক করেও যেতে পারেন।