বাংলাদেশ থেকে ভেরিফাই পেপাল অ্যাকাউন্ট করে টাকা আনার সহজ উপায় ও সাথে নিন ফ্রী মাস্টার কার্ড এবং আমেরিকার একটি ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট !!!

এই পোস্টে যেই বিষয় গুলো আলোচনা করা হবেঃ

  • একটি USA Verifyed Paypal Account করার উপায়।
  • একটি ফ্রী Payoneer এর Mastercard পাওয়ার উপায়।
  • US Virtual ব্যাংক এর মাধ্যমে পেপাল verifyed করার উপায়।
  • পেপাল এ payoneer এর mastercard যোগ করার নিয়ম।
  • Paypal এর ডলার Payoneer এর Mastercard এ নিয়ে আসার উপায়।
  • Paypal এর অ্যাকাউন্ট Personal থেকে Premiere এ Upgrade করার উপায়। ।
  • পেপাল নিয়ে আরও কিছু দিক নির্দেশনা।

প্রয়োজনীয় উপকরন এবং খরচঃ

  • USA এর ঠিকানা দিয়ে তৈরী করা একটি Paypal Account.
  • Verification এর জন্য Paypal অ্যাকাউন্ট এ ১-২ ডলার থাকতে হবে।
  • একটি Payoneer এর MasterCard।
  • Payoneer এর US Payment Service Active থাকা।

Paypal Account তৈরী করাঃ

প্রথমেই আপনাকে একটি Paypal Account তৈরী করতে হবে। Account  তৈরীর সময় নিচের বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখবেন।
  • Account টি অবশ্যই USA এর ঠিকানা দিয়ে করতে হবে .
  • আপনার যদি National ID Card থাকে তাহলে ID Card এর অনুযায়ী নাম ব্যাবহার করবেন।
Paypal Account এ Sign Up করার নিয়মঃ
১। প্রথমেই Paypal এ প্রবেশ করে Signup  ক্লিক করুন.
২। এখন নিচের চিত্রের মত Select করুন এবং Get Started এ ক্লিক করুন।

ফ্রী Payoneer  Mastercard এর জন্য আবেদন করাঃ

Payoneer হল একটি WorldWide ফ্রী মাস্টারকার্ড প্রদান কারি প্রতিষ্ঠান। Payoneer এর Prepaid ডেবিট MasteCard এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive করতে পারবেন। যেমনঃ Odesk, Infolinks ETC. আজকে Payoneer নিয়ে বেশি আলোচনা করবনা। আজকে দেখাব কিভাবে Payoneer এর মাধ্যমে Paypal Account Verify করা যায়। এবং Payoneer এর US Payment Service ব্যাবহার করে কিভাবে Paypal এর ডলার Payoneer এর মাস্টার কার্ড এ আনা যায়।
Payoneer এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
  • একটি  Worldwide গ্রহণযোগ্য ফ্রী মাস্টারকার্ড পাবেন।
  • আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
  • US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, Google Addsence সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
  • Payoneer এর Virtual US Bank Account দিয়ে Paypal Account Verify করতে পারবেন।
  • Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
আপনার যদি আগেই Payoneer এর MASTERCARD থাকে তাহলে নতুন করে আবেদন করার দরকার নাই। সাধারনত বিভিন্ন Company  এবং Payoneer এর Affliate Referal লিঙ্ক থেকে Payoneer এর কার্ড এর জন্য আবেদন করা যায়। যেমনঃ Infolinks, Odesk, Freelancer, ইত্যাদি। যাদের অইসব কোম্পানি তে Account নাই তাদেরকে আমার Affiliate Link দিচ্ছিঃ
১। প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ
PAYONEER SIGNUP LINK
(এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমি নিজেও পাব ২৫ ডলার)
NB: আপনি প্রথম ১০০ ডলার লোড করার পরে ২৫ ডলার ফ্রী পাবেন। তাই কেউ শুধু ২৫  ডলার বোনাস এর আশায় হুদাই Payoneer Account খুলবেন না। আমি রেফারেল লিঙ্ক দেওার কারন হল । Payoneer এর Activation চার্জ হল ৩০ ডলার এর মত। তাই আপনি যদি Payoneer এর কার্ড ব্যাবহার করেন তাহলে এই ২৫ ডলার দিয়ে অন্তত Payoneer এর Activation চার্জ টা দিতে পারবেন। )
২। উপরের লিঙ্কে ক্লিক করার পরে SIGN UP এ ক্লিক করুন।  তখন  নিচের মত একটি পেজ পাবেন-
৩। এখন এইখানে ৩ টি ধাপ আপনাকে পুরুন করতে হবে।
  • Cardholder details
  • Card Account Information
  • Registration Verification

 ৪। এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন।
৫। আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রের নিচের দিকে  দেওয়া Check Box এ টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ
৭। এখন Registration Verification এর বাম পাশে  ক্লিক করুন এবং  তথ্য দিনঃ
  • National ID Card
  • Passport
  • Driver Lisence


৮। এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন । আপনার Payoneer এর Registration সম্পন্ন হল। এখন ২-৩ দিন সময় নিবে কার্ড Approve হওয়ার জন্য। কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন।
Note: Registration এর ২-১ দিন মদ্ধে Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে ।
স্ক্যান করে পাঠিয়ে দিবেন ।


Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between 17 Apr 2013 and 24 Apr 2013
আপনি আরো যে যে কাজে কার্ডটি ব্যবহার করতে পারবেন???
  • অনলাইন শপিং।
  • অনলাইন বিল উত্তোলন ও প্রদান।
  • ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে টাকা উত্তোলন ও বিল প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।
  • ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন।

Payoneer  এর  Virtual US Bank Account 

চিন্তা করছেন কার্ড এর জন্য আতদিন  অপেক্ষা করবেন । কার্ড Approve হওয়ার সাথে সাথে আপনি পাবেন Payoneer এর US Virtual Bank Account এর ( Routing Number এবং Account Number) . কার্ড আসার আগেই আপনি এই Virtual Bank Account ব্যাবহার করে আপনার Paypal Verify করতে পারবেন। এই USA এর Virtual Bank Account কে Payoneer এর US Payment Service বলা হয়। আপনার Payoneer এর কার্ড Approve হলে আপনার Payoneer অ্যাকাউন্ট এ Login করুন তাহলেই US Payment Service নামে একটা option দেখতে পাবেন ।
NOTE: US Payment Service Option টা আপনার Payoneer এর অ্যাকাউন্ট  Approve হওয়ার পরে দেখতে পারবেন।

এখন US Payment Service এ ক্লিক করার পর আপনার US Virtual Bank Account এর তথ্য পাবেনঃ

পেয়ে তো গেলেন আপনার USA এর Virtual Bank এর Routing and Account Number. এইটা  হল Checking Account. এই ব্যাংক  দিয়ে এখন আপনি অনায়াশেই আপনার  USA এর ঠিকানা দিয়ে করা Paypal Account টি Verify করে নিতে পারবেন।

Paypal Account ব্যাংক Verify করা

প্রথমেই আপনার Paypal Account এ MINIMUM 1-2 $ Load করে নেন । ( তবে পেপাল এ  ডলার Load না করলেও মনে হয় সমস্যা নাই )।  আপনার Paypal Account এ লগিন করুন । এবং Get Verifyed এ ক্লিক করে Link A Bank Account এ ক্লিক করুন । এবং নিচের চিত্রের মত Payoneer US Payment Service এ Virtual Bank Acocunt এর Routing and Account Number দিয়ে Submit করুন । 

এখন পেপাল আপনার Account থেকে ২ টা Small Amount আপনার Bank এ Diposit করবে। অই ২ টা Amount আপনি আপনার Payoneer এর Account এ লগিন করে দেখতে পারবেন। সাধারনত ২ দিন সময় নিতে পারে। 

এখন Diposit হওয়া ২ টা amount আপনি আপনার Paypal এ লগিন করে Confirm Bank Account এ ক্লিক করে Submit করেন। তাহলেই আপনার Paypal Account টি verifyed হয়ে যাবে।

***Paypal এর মাধ্যমে বড় Amount লেনদেন এর ক্ষেত্রে অবশ্য করনীয়***

অনেকে অভিযোগ করেন যে বড় Amount এর Transaction করলে পেপাল অ্যাকাউন্ট লিমিট করে দেয়। আমরা যখন পেপাল অ্যাকাউন্ট খুলি, তা থাকে Personal Account. পেপাল এ পার্সোনাল অ্যাকাউন্ট এর কিছু Limitation থাকে। Personal Account সাধারনত ছোট Amount লেনদেন এর জন্য ব্যাবহার হয়ে থাকে। যেমনঃ পরিবার এর কাউকে কিছু টাকা দেওয়া, ছোট খাট বিল প্রদান ইত্যাদি। তাই Personal Account থেকে বড় Amount লেনদেন করলে পেপাল Account লিমট করে দিতে পারে। আসুন জেনে নেই এর সমাধান।
পেপাল এর অ্যাকাউন্ট ৩ প্রকারঃ
  • Personal
  • Premiere
  • Buisness
তাই আপনি যদি বড় Amount এর ডলার আদান প্রদান এর প্রয়োজন হয় তাহলে আপনার পেপাল অ্যাকাউন্ট টি ফ্রীতে Premiere Account এ Upgrade করে নিবেন।
Paypal Premiere Account এর সুবিধাঃ

Paypal এর ডলার MasterCard এর মাধ্যমে  উত্তোলন করা

এখন আপনি যদি আপনার পেপাল এর ডলার মাস্টার কার্ড এ পাঠাতে চান । তাহলে আপনার পেপাল এর ডলার সুধু মাত্র আপনার যোগ কৃত ব্যাংক এ Withdraw দেন। তাহলেই আপনার ডলার আপনার Payoneer এর মাস্টার কার্ডে যোগ হবে। আমি নিজে এই পর্যন্ত ১০০০ + paypal ডলার এই উপায়ে আমার Payoneer এর কার্ডে এনেছি। Payoneer এর Virtual Bank Account মূলত আপনার Payoneer Mastarcard এর Account ই। Payoneer এর এই US Payment Service এর মাধ্যমে আপনি Paypal ছারাও যেসব কোম্পানি থেকে পেমেন্ট গ্রহন করতে পারবেন তা জানার জন্য নিচের লিঙ্কে দেখুন।

বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল তথ্য আপনার National ID Card অনুযায়ী পূরণ করবেন।
  • প্রথম দিকে বড় Amount লেনদেন করবেন না। পরিমান আস্তে আস্তে বাড়ান।
  • আপনার Verifyed হওয়া পেপাল Account চেষ্টা করবেন একটি পিসি থেকে LOGIN করার।
  • সব সময় এক ISP ব্যাবহার করা ভাল। ( যেমনঃ রবি দিয়ে লগিন করলে সবসময় রবি ই ব্যাবহার করা ভাল)
  • বিনা প্রয়োজনে আপনার পেপাল অ্যাকাউন্ট এ লগিন করবেন না।
  • আপনার Mastercard হাতে পাওয়ার পরে কার্ডটি Paypal এর সাথে যোগ করে নিন।
  • পেপাল এবং Payoneer এ একই নাম ব্যাবহার করবেন। কারন Mastercard পেপাল এ যোগ করার সময় কাজে লাগবে।
  • বড় Amount লেনদেন এর জন্য অবশ্যই আপনার পেপাল Account টি ফ্রী তে Personal থেকে Premiere এ Upgrade করে নিবেন। ( তাহলে Account Limit হওয়ার সম্ভাবনা কমে যাবে)।

এই ব্যাপারে কারো যদি একাউন্ট তৈরি করতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন।

আমি সরবোচ্চ চেষ্টা করবো সহযোগিতা করার জন্য।

মোবাইলঃ +8801738151538

Skype ID: rimultd

ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ। 

 

Comments

Popular posts from this blog

জেনে নিন পবিত্র ::কোরআনের:: সকল সূরার নামের বাংলা অর্থ!

আপনি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের Website এর ঠিকানা জানেন?

বড় সার্চ ইন্জিন সমূহে আপনার নাম দেখুন

সেরা ৫টি MOVIE ডাউনলোড সাইট

সহজেই NOTEPAD দিয়ে RAM কে CLEAN করুন।

সফটওয়ার বানান সহজেই ::Mega Post::

ফ্রিতে নিন ইন্টারন্যাশনাল পেওনার ডেভিড মাষ্টার কার্ড | সাথে থাকছে ২৫ ডলার ফ্রী ব্যালেন্স

ইন্টারনেটে ঘরে বসে আয় : পেইড টু ক্লিক PTC

TeamViewer এর সাহায্যে PC এর control